দেশাত্মবোধক গান

  • শিল্পীঃ খায়রুল আনাম শাকিল, ফাহমিদা নবী, সুবীর নন্দী
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ ধীর আলী মিয়া
  • গীতিকারঃ আজিজুর রহমান
  • বছরঃ পাওয়া যায় নি
  • বিভাগঃ দেশাত্মবোধক গান
  • যোগ করেছেনঃ মুসাফির
  • যোগ হয়েছেঃ 
  • দেখা হয়েছেঃ ২০১১ বার




পলাশ ঢাকা কোকিল ডাকা
আমার এ দেশ ভাই রে
ধানের মাঠে ঢেউ খেলানো
এমন কোথাও নাই রে।।
ছল ছল ছলিয়ে নিরবোধী
রূপালী হার বইছে নদী।
দখিন হাওয়ায় দোল জাগানো।
পরশ বুকে পাই রে।।
ঝর ঝর ঝরিয়ে বাশের পাতা
চোখে স্বপন আনে
অনেক কথার রূপকথা যে
নীরব মায়ায় টানে
গুন গুন গুনিয়ে বাতাস এসে
কলমি ফুলের গন্ধে মেশে
ফসল ভরা মাঠের ডাকে।
মন হারিয়ে যায় রে।।

No comments:

Post a Comment

bloggerwidgets
Close [x]
Powered by Blogger.