ব্রাউজারের হোমপেজ ও সার্চপেজ সংক্রান্ত সমস্যার সমাধান



আমরা সফটওয়্যার ইন্সটলের সময় সতর্ক থাকি না। শুধু নেক্সট নেক্সট দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে ফায়দা লুটে নিচ্ছে কিছু মানুষ। আর তাই অনেক সময় দেখা যায় আমরা গুগলে সার্চ দিচ্ছি কিন্তু সার্চ হচ্ছে আরেক ওয়েবসাইট হতে। হোম পেজ চেঞ্জ করছি কিন্তু সেটিতেও কাজ হচ্ছে না। একই হোমপেজ আসছে বার বার।
এমন সমস্যায় আমি নিজেও একবার পড়েছিলাম। তখন আমি যদিও সফটওয়্যারের প্রতিটা স্টেপ খেয়াল করে দেখে ইন্সটল দিয়েছিলাম তাও আমার পিসিতে ঠিকি এই এডওয়্যার ইন্সটল হয়। তারপর রেজিস্ট্রি এডিট করে সেটি ফিক্স করি। আমার এক ফ্রেন্ডও গতকাল সেম প্রবলেমে পড়ে। তার ব্রাউজারে Qone8 হোম পেজ হিসেবে আসতো। আসুন একটি স্ক্রীনশট দেখে নেই।
তবে রেজিস্ট্রি এডিট করা একটু ঝামেলার কাজ। তাই রেজিস্ট্রি এডটি করা ছাড়া কিভাবে এ সমস্যার সমাধান করতে পারবেন সেটি নিয়েই আলোচনা করবো। তো প্রথমেই আসুন সমস্যা গুলো দেখে নেই-
  • হোম পেজ চেঞ্জ করছি কাজ হচ্ছে না। অন্য একটি হোম পেজ দেখাচ্ছে?
  • সার্চ হচ্ছে অন্য ওয়েব সাইট হতে?
  • মোট কথা ব্রাউজারের সার্চ আর হোম পেজ নিয়ে বিপাকে পড়েছেন?
আপনার যদি এ সমস্যা গুলো থেকে থাকে তাহলে আপনার জন্য সুখবর হচ্ছে কষ্ট করে রেজিস্ট্রি ক্লিন ও প্রোগ্রাম খুঁজে আনইন্সটল করা লাগবে না। আপনি শুধু নিচের ধাপগুলো অনুসরন করুন-
  1. প্রথমে Adware Removal Tool – এডওয়্যার রিমুভাল টুল সফটওয়্যারটি ডাউনলোড করুন।
  2. সেটিতে ডাবল ক্লিক করে রান করুন।
  3. তারপর Repair বাটনে ক্লিক করুন।
  4. প্রগ্রেস বার ফুল হয়ে গেলে কাজ শেষ।
  5. এবার প্রোগ্রাম ক্লোজ করে দিন। চেক করে দেখুন সব ওকে হয়ে গেছে।
  6. সব ঠিক না হলে পিসি একবার রিস্টার্ট দিন। ব্যাস।
এই টুলটি ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোমের জন্য তৈরী।
Adware Removal Tool
Adware Removal Tool
আসুন এবার জেনে নেই যে যে প্রোগ্রামের কারণে আপনার ব্রাউজারের হোম পেজ ও সার্চ অপশন পরিবর্তন হতে পারে-
  • AddLyrics
  • Browser defender
  • Browser protect
  • Browser protected by conduit
  • Coupon amazing
  • DownloadTerms 1.0
  • LessTabs
  • LyricsContainer
  • Price peep today
  • privacy safe gaurd
  • Qone8
  • TidyNetwork.com
  • unfriend checker
  • VideoSaver
  • WebCake 3.0
  • Yealt
  • Yontoo
এসব প্রোগ্রাম হতে সাবধান থাকবেন আশা করি ব্রাউজারের হোমপেজ ও সার্চ অপশন নিয়ে কোন সমস্যায় পড়লে আপনি এই লেখাটি পড়েই সলভ করতে পারবেন। ধন্যবাদ।

এই পোস্টটি যে যে প্রশ্নের সমাধান দিবে সেগুলো হচ্ছে-

কিভাবে গুগল ক্রোম হতে Snap.do সার্চ রিমুভ করবো?

কিভাবে মজিলা ফায়ার ফক্স হতে Snap.do সার্চ রিমুভ করবো?

কিভাবে ইন্টারনেট এক্সপ্লোরার হতে Snap.do সার্চ রিমুভ করবো?

কিভাবে গুগল ক্রোম হতে Qone8.com হোমপেজ রিমুভ করবো?

কিভাবে মজিলা ফায়ার ফক্স হতে Qone8.com হোমপেজ রিমুভ করবো?

কিভাবে ইন্টারনেট এক্সপ্লোরার হতে Qone8.com হোমপেজ রিমুভ করবো?

ব্রাউজার রিসেট, ফায়ারফক্স রিসেট


Related Posts:

No comments:

Post a Comment

bloggerwidgets
Close [x]
Powered by Blogger.