নাম ছাড়াই ফোল্ডার তৈরি করুন আপনার কম্পিউটারে

 
কোনো নাম ছাড়াই ফোল্ডার
তৈরি করুন আপনার কম্পিউটারে
এখন আপনি কোনো নাম না দিয়েই
বিনা নামে ফোল্ডার খুলতে
পারেন আপনার কম্পিউটারে
এর জন্য আপনি নিচের ধাপ অনুসরণ করুন,

১) প্রথমে আপনি একটি যে কোনো
নামে ফোল্ডার খুলে নিন।

২) এরপর ফোল্ডারটির উপর Right ক্লিক
করে Rename এ যান।

৩) এবং আগে যে নাম ছিলো সেটি
মুছে দিন তারপর আপনার
কিবোর্ডের ডান পাশের Alt বাটন
টি চেপে ধরে 0160 এই নম্বরটি লিখুন
এরপর ok তে ক্লিক করুন।
এবার দেখুন
কোনো নাম ছাড়াই ফোল্ডার
খোলা হয়ে গেছে।
আশাকরি সকলে বুঝতে পেরেছেন।

Related Posts:

No comments:

Post a Comment

bloggerwidgets
Close [x]
Powered by Blogger.