An app on your PC needs the following Windows Feature. .NET Framework 3.5 (includes .NET 2.0 and 3.0)
– এধরনের নোটিফিকেশান যদি পান কোন সফটওয়্যার ইউস করার সময় তাহলে ধরে নিতে
হবে আপনার পিসিতে .NET Framework 3.5 (includes .NET 2.0 and 3.0) ইন্সটল
করা নেই। উইন্ডোজ এইট যারা ইউস করেন তারা দেখে থাকবেন পিসিতে .NET Framework 4.5 ঠিকি থাকে কিন্তু .NET Framework 2.0 ও .NET Framework 3.0
থাকে না। লেটেস্ট ভার্সন ডটনেট ইউস করলেই হবে আগের গুলো লাগবে না এমনটি
ভাবা ঠিক হবে না। কারন ডট নেটের ভার্সন গুলোর মধ্যে কিছুটা পার্থক্য আছে।
তাই এক ভার্সনে বানানো সফটওয়্যার অন্য ভার্সনে নাও চলতে পারে।
সরাসরি যদি উইন্ডোজ এইটে ইন্টারনেট কানেকশান ছাড়াই এনাবল করুন ডট নেট ফ্রেমওয়ার্ক ৩.৫ (ডটনেট ফ্রেমওয়ার্ক ২.০ ও ৩.০) পোস্টটি পড়তে চান তাহলে (4) নং স্ক্রীনশটের নিচে হতে পড়া শুরু করুন। প্রথম স্ক্রীনশট বাদে প্রতিটির পাশে নাম্বার দেয়া আছে।
ইন্টারনেট কানেকশান দিয়ে এনাবল করুন ডট নেট ফ্রেমওয়ার্ক ৩.৫ (ডটনেট ফ্রেমওয়ার্ক ২.০ ও ৩.০)-
যাই হোক আসুন দেখে নেই কিভাবে আমরা .NET
Framework 3.5 (includes .NET 2.0 and 3.0) এনাবল / ইন্সটল করবো। নিচের
স্ক্রীনশটটি দেখুন। এখানে একটা সফটওয়্যার রানের সময় এই মেসেজ টি দিয়েছিলো।
আপনি চাইলে Download and install this
feature এ ক্লিক করে এটি ইন্সটল করে নিতে পারেন। তাছাড়া আরো একটি পদ্ধতি
আছে যেটির মাধ্যমেও আপনি চাইলে সেম কাজটি করতে পারেন। এজন্য প্রথমেই
কন্ট্রোল প্যানেল হতে ক্লিক করুন প্রোগ্রামস্ এন্ড ফিচারস্ ( Programs and
Features ) অপশনে।
তারপর যে উইন্ডোটি ওপেন হবে তার বাম পাশে
দেখুন লেখা আছে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ ( Turn Windows features on
or off )। সেটিতে ক্লিক করুন।
এবার দেখুন .NET Framework 3.5 (includes
.NET 2.0 and 3.0) এটা আনচেক করা। তার মানে এই ফিচারটি আপনার কম্পিউটারে
নেই। এবার এটি চেক করে দিয়ে ওকে বাটনে ক্লিক করলেই অনলাইন হতে এটি ইন্সটল
হওয়া শুরু হবে।
ইন্টারনেট কানেকশান ছাড়াই এনাবল করুন ডট নেট ফ্রেমওয়ার্ক ৩.৫ (ডটনেট ফ্রেমওয়ার্ক ২.০ ও ৩.০)-
কিন্তু কি দরকার নেট ইউস করার! যদি আমরা
অফলাইনেই কাজটি করতে পারি? হ্যাঁ, আর এজন্য লাগবে আপানার উইন্ডোজ এইটের
সেটাপের ডিস্ক বা আইএসও ফাইলটি। মোট কথা উইন্ডোজ এইট সেটাপের ফাইল গুলো
পেলেই হবে। নিচে ধাপে ধাপে কাজ গুলো বলছি-
ধাপ ১- উইন্ডোজ ৮ এর
ইন্সটলেশান ফাইল ও ফোল্ডারগুলোর ভিতর দেখুন সোর্সেস নামের একটি ফোল্ডার আছে
তার ভিতর এসএক্সএস ফোল্ডারটি আমরা কপি করবো। বোঝার সুবিধার্থে লোকেশানটি
নিচের স্ক্রীনশটে দিয়ে দিচ্ছি। তারপরও দেখে নিন-
WIN8_SETUP_FILES/sources/sxs । এবার এই sxs ফোল্ডারটি যেকোন এক ড্রাইভে
রাখুন। আমি সি ড্রাইবে সরাসরি রেখেছি। আপনারাও টিউটোরিয়ালের সাথে তাল
মেলানোর জন্য সি ড্রাইভের ভিতরই রাখুন sxs ফোল্ডারটি।
ধাপ ২- এবার
এডমিনিস্ট্রেটর হিসেবে Command Prompt রান করুন। এজন্য স্টার্ট বাটনে ক্লিক
করুন। তারপর কীবোর্ড হতে টাইপ করুন cmd তাহলে বাম পাশে দেখতে পাবেন
Command Prompt। এবার সেটার উপর রাইট ক্লিক করলে নিচে দেখবেন অনেক অপশন
আসবে যার একটা Run as administrator । সেটাতে ক্লিক করলেই রান হবে Command
Prompt. এবার আসুন এই কমান্ড প্রম্পট এ টাইপ করি cd c:\ তারপর এন্টার দেই।
নিচের স্ক্রীনশটটি দেখুন।
ধাপ ৩- এবার আসুন নিচের কোডটি টাইপ করি এবং কীবোর্ড হতে এন্টার প্রেস করি-
|
No comments:
Post a Comment